কেন কাঁদাও আমায়
এমন করে বারে বারে,
কমেনা বাড়ে চোখ আর
জল সইতে না পারে,
বেদনা ফিরে আসে
চুপিসারে বারে বারে ।


হাতে হাতে কেন খেলে
আমার সাথে পোড়া নিয়তি,
বেদনার পর বেদনা গেঁথে
দেয় না একটু বিরতি।


আঘাতের বুক পারেনা আর
প্রতিনিয়ত এত ব্যথা বইতে,
ক্ষত বোবা কান্নার বিস্তার
কাউকে পারি না  কইতে।


মায়া আমায় অতীতে নিয়ে যায়
সোনালী সময়ের হাত ধরে ,
সেই দিনগুলি ঝরে পড়ে
আর বেদনা ফিরে আসে
চুপিসারে বারে বারে ।


তবু জানি একটুখানি অভিমানী
হাত পেতে বেদনার মুখে চুমু খেতে
কষ্টের নীল রং দেখে দেখে
নিজের অজান্তেই আনি ডেকে ।


দু:খের কোলে মাথা রেখে
সুখের নীরব ব্যথা দেখে,
ফেরাতে পারে না তাই বারে বারে
বেদনা ফিরে আসে চুপিসারে  ।