চাঁদ নেবে না জোছনা
সুখ নেবে না বেদনা ,
আকাশ নেবে না নক্ষত্র
ভালোবাসা যন্ত্রণাতেই আবর্ত।


জল নেবে না জলের ঝিলমিল
শস্যের সোনালিমা না আকাশের নীল,
রোদ নেবে না মেঘ
উচ্ছলতা না উদ্বেগ ।


নদী নেবে না মোহনা
ফেনিল সাগরের নি:সঙ্গ বেদনা
বিদীর্ণ স্বপ্ন নেবে না নিভৃতের মগ্ন
হৃদয় কখনও শক্ত  কখনও ভগ্ন ।


শস্য ভূমি মাটি জল বৃক্ষ
একে অন্যে আজন্ম সখ্য
সুখ নেবে না অসুখ
কান্না হাসি দুখ ,


আশা নেবে না হতাশা
যোজন না বিয়োজন তবুও আয়োজন
স্বপ্ন সুখের বীজ বোনা
বেদনা জীবনে ফলায় সোনা ,


কখনও অর্থ কখনও অনর্থ
জীবন সত্যি  সুখ স্বপ্নের তীর্থ ।
কখনও সাদা কখনও কালো নি:শর্ত
জীবন বর্ণময় বেদনার তীর্থ ।


(শাপাই)