বললেই যদি সব সত্য হত
বলতাম তবে সম্রাট শাহজাহানের মত,
প্রেম রসিক হয়ে হতাম যোগী
অনন্ত সাম্রাজ্যে তুমি হতে সম্রাজ্ঞী ।


বললেই যদি সব সত্য হত
বলতাম তবে প্লেটোর মত,
প্লেটোনিক প্রেমের আবেশ
মনেতে মনেতে অভ্যেস
প্লেটোনিক প্রেমেতে প্রবেশ ।


বললেই যদি সব সত্য হত
বলতাম লাইলী মজনু  শিরি ফরহাদের মত,
প্রেমের মিথে গড়তাম শক্ত ঘর
মুখে মুখে থাকত প্রেম অনড় ।


বললেই যদি সব সত্য হত
বলতাম তবে হেলেনের মত,
পুড়ছে পুড়ুক ট্রয় নগর
আবার গড়তাম সোনার বাসর ।