বন্ধুর পিরিতের টান
যেন বিশুদ্ধ পাঁচফোড়ন,
রঙ রূপেতে প্রমাণ
বাড়ে যোজন যোজন।


তেল জলের গভীর মিশ্রণ
সুবাস ছড়ানো বাগার,
বন্ধু আমার এমনি বন্ধন
ঘর গেরস্থালীর বাহার।


চাল ডাল নুনে জলে
পাখির কিচিরমিচির গানে,
গাঁও গেরাম কথা বলে
বন্ধু আমার সব সময় সবখানে ।


বন্ধুর বিষম প্রেমে
পরান যায় থেমে,
সুরে সুমধুর কলতানে  
বন্ধু আমায় টানে সবখানে।