বন্ধু আমার মনের মনি
বাদল দিনের উজান পানি,
ছাইড়া ছাইড়া নামে বাণ
আহা ভরে যে মন, ভরে যে পরাণ।


বুকের ভিতর কেমন করে
টিনের চালে বৃষ্টি পড়ে,
আরে বন্ধু আমার টিনের ঝপঝপানি শব্দ
আরে পরান আমার হইলো যে স্তব্ধ ।


টিনের চালে মনে লাগে টান
বৃষ্টি ভাঙে পিরিতের বাণ,
ঝুপ ঝুপ ঝরে বুকের সাগর
আলগা করে পিরিতের আদর ;
আহারে পানি ঝনঝনানি
মন লাগে  প্রেম ও সজনী।


চেয়ে থাকি বন্ধুর পানে
মনের ব্যথার মেঘ আসমানে  
সেখান থেকে বৃষ্টি হয়ে ঝরে
আহা শীতল বুক যায় যে ভরে।