বন্ধু বিহনে কাটেনা সময়
কাটেনা কাল
একটু সময় কত অব্যয় অক্ষয়
যেন হাজার বছর সাল ।


একটু ক্ষণরে
বুঝি ঘন বনরে
বন্ধু বিহনে এমন আমার মনরে
কাটেনা একটু ক্ষণরে ।


গাঙের পানেরে
বন্ধুর স্নানেরে
কি ঘেরান ভাসেরে
আহা মনেতে আসেরে ।


গাঙের পানি ছুঁইরে
বন্ধুর স্পর্শ পাইরে
আশায় ক্ষণ যায়রে
বন্ধু তুমি নাইরে ।।