ফুলের পাপড়ির মত পালক
লাল সবুজ নীল হলুদ ,
অবাক সংমিশ্রন দুর্বল রসায়ন
ক্রিয়া বিক্রিয়ায় ওঠেনা বুঁদ বুঁদ ।
নিজেকে রক্ষায়
পতঙ্গ রঙ বদলায়
ফুলের পালকের ভ্রম সুন্দরী
রঙ বদলায় নজর কাড়তে,
নয়নজালে বেঁধে রাখা
ভালবাসার বর্ণদৃষ্টি
দু:স্বপ্নের রাত হয়ে ঝরে
দূষিত ক্ষরণের বৃষ্টি ।
চোখে আগুনের রক্তজবা
নতজানু দ্বিধা দ্বন্দ্ব ,
খোলা চোখ দেখতে
পায়না আবেগী বর্ণান্ধ।
গহন আঁধার রুক্ষ দু:সময়
আবেগ কাতর সবুজ হৃদয়
গল গল করে ঝরছে
অবারিত জীবনের ক্ষয় ।
বর্ণময় রঙিন ভ্রমর
দ্বিবর্ণী ত্রিবর্ণী অতপর ধূসর
হৃদয়ের রক্তে নিভৃত নির্মাণ
সৌরভহীন করুণ প্রস্থান ।
**শাপাই
(প্রিয় কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ দ্বারা অনুপ্রাণিত)