বৃষ্টি ছুঁয়ে যায় বেদনার বিবর্ণ বাকল
বৃষ্টি ছুঁয়ে যায় প্রকৃতির শ্যামল আঁচল
বৃষ্টি ছুঁয়ে যায় পিপাসার প্রখর প্রহর
বৃষ্টি ছুঁয়ে যায় সবুজের সমগ্র শহর ,


বৃষ্টির ছাটে বাতাসে হিম গন্ধ
বৃষ্টির ছাটে আবেগী চোখ অন্ধ
বৃষ্টির ছাটে নিবেদিত তরুতল
নিভৃতের মগ্নতায় থামে কোলাহল ,


বৃষ্টিতে গাঢ় গভীর আগুনে শীতলতার কথা
বৃষ্টিতে নীলিমায় ডানা মেলে হারায় বিজন ব্যথা
বৃষ্টিতে ব্যাপক বিশাল বিরহভুমি জেগে থাকা
বৃষ্টিতে স্মৃতির ফ্রেমে শুধুই কষ্ট বেঁধে রাখা |


বৃষ্টির পালক ঝরে প্রবল বেগে
আকাশে ভাসমান মগ্ন মেঘে
হাওয়ায় নিসর্গের অমলিন ঘ্রাণ
তৃষ্ণার্ত চিবুকে জলের সম্প্রদান ;


বৃষ্টির ছাটে বর্ষার কদম ফোটে
বৃষ্টির ছাটে সবুজ ঘাসের ডগায়
নীল ফড়িং শুয়ে থাকে
বৃষ্টির ছাটে মাটির গন্ধ শীতল বুকে ডাকে |


(প্রিয় কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ দ্বারা অনুপ্রাণিত ।
স্মৃতিতে জাহাংগীরনগর বিশ্ববিদ্যালয়ের বৃষ্টিস্নাত দিনগুলি , কষ্ট বিরহ ও সুখ জাগানিয়া বৃষ্টির ছাট এবং  নিসর্গের গন্ধ মনের মুকুরে প্রিয় স্বপ্নের মত )