আহা কেন অতি আবেগ
আকাশে ঘনায় কালো মেঘ ,
মিথ্যা নয় আছে শক্ত ভিত্তি
বুক কথা বলে সত্যি সত্যি।


ফুলের গভীরের ঘ্রান
যেমন নিখাদ স্বকীয়,
তেমনি ভেতরের এই টান
মায়ার সুধা স্বর্গীয়।


বুকের ভেতরের অবাক পাখি
উড়তে চাইলে ধরে রাখি,
অনন্ত নীল করে জমা
ছুঁইতে চায় সেই পরিসীমা ,


পাখি মানে না মানা
অসীম কোন অজানা,
চায় শুধু উড়তে
পরান পাখিটারে ধরতে।