তোমার মায়াবী মুখছবি
আলোময় মনে হয়
মেঘ আবৃত হৃদয়
নাইবা উঠুক রবি ;


করোনার ভয় তবুও
মনে হয় তবে
যদি একটুখানি তোমার
মুখখানি দেখা হবে ;


কোমল কান্তি লাজুক
লাস্যময়ি একটা মেয়ে
তাকিয়ে থাকে চেনা পথে
অচেনার দিকে চেয়ে ;


দাঁড়িয়ে থাকে যে আমায়
একটু দেখবে বলে
নড়েনা একদন্ড যদি পার
হয়ে যাই চলে ;


মেয়ে তোমার মায়া মুখ
হারায় ভয় করোনাতে একটু সুখ
মেয়ে তোমার কানের দুল
মেয়ে তোমার এলোচুল ;


সুবাস উড়ায় হারায় ব্যাকুল ;
নাকছাবিতে সুতোয় বাঁধা নোলক
প্রাণ যে আমার জুড়িয়ে যায়
একটু খানি এক ঝলক |


বুকের কেন্দ্রবিন্দু সারাক্ষন ফাঁকা
একটি মুখ যেথা পূর্ণ আঁকা
আহা কতদিন হয়না দেখা
মায়া ছড়ানো মুখেতে সুখ মাখা |