১)
জলের ভেতর মুখ টলমল
ফিরে ফিরে আসে কেবল,
কোথায় বাজে করুণ বাঁশি
উড়ছে মন দূর উদাসী।
নীল দিগন্তে হাওয়ায় হাওয়ায়
ফাগুনের আগুন দেখা যায় ,
অনিবার্য সুখের হয় কারণ
বুকে পোষা পাখিটি সারাক্ষণ।
বুকের নদী শীতল সুখময়
পলি জমেছে তবে সংশয়
সন্ধে নামে সুর রাখালিয়া
উড়ে মাছরাঙ্গা সবুজ টিয়া।
২)
নদীর বুকে ফোঁড়ে ফোঁড়ে
ধুসর পাখিরা উদাস উড়ে
ঢেউয়ের তালে মিলিয়ে যাওয়া
এটুকু পাখির বিশাল পাওয়া।
এমন করেই বুকের মধ্যে ঢেউ
জলের মতই বয়ে যায় কেউ
অনুভব ভেসে আসে বাতাসে
বুকের নদী ছুঁয়ে উড়ে আকাশে;
বইতে বইতে শুকিয়ে নদী
আহা একটা তুমুল ঢেউ যদি ,
আপন দু:খের মত খুব একাকী
জলের বুকে উড়ত আমার পাখি।
(নদী পাখি সবুজ ঘাস ভোরের আলো যখন মনে বিঁধল পদ্মার জলে হাওয়ায় ভেসে ভেসে সেই অনুভূতি টুকু লিখে রাখলাম, ভোর পাঁচ টা , ৩১ মার্চ , ফেরীর কামরা কাঠালবাড়ি থেকে মাওয়া ঘাট )