আমিও চাই সব সত্যটুকুই
মনে ও দেহ একটাই দুজনাতে বিলাই ,
এটাই শুধু ছিল বলা
কেন তারে ভাবছ কষ্টের দলা ।


এভাবে হঠাৎ কেটে দিলে বৃক্ষ
ভেঙ্গে যাবে যত্নে গড়া এই সখ্য ,
থাকবে শুধু মাতাল শরীরের ঘ্রাণ
অনুভব হয়ে আছে দুজনাতে সমান ।


তোমার উষ্ণ নিঃশ্বাসের
আভাটুকু প্রেম হয়ে থাকবে জমা,
যতদুরেই যাও ছিড়ে
মন পড়ে রবে সেই সুনিবিড় নীড়ে ।


থাকে সঞ্চয় আলো হয়ে তুমি
অমানিশার অমা ,
চাই শুধু আমায় তুমি
করো ক্ষমা ।  


বেদনাটুকু দাহ্য হয় বুকে
তবুও অনুভুত হয় ভীষন সুখে,
আহা কষ্টগুলো প্রিয়তমা
চাই তোমার সবটুকু ক্ষমা ।  


২)


বুকেতে চাই তোমায়


বুকেতে চাইলে তুমি চুপ
নিরবে যদি পেতাম আহা সুখ,
এই গভীর রাতের তোপ,
প্রিয়  তোমাকে ভাবছি খুব ,


তোমায় যদি এখন পেতাম
হাত পেতে নিতাম,
আমাদের সবটুকু মিঠাই
এসো  দুজন দুজনাতে বিলাই |


অপেক্ষার মাদুর বিছাই
আকাশপানে শুধু তাকাই
চাই আর চাই
তোমার আমার প্রেম বাড়াই |


এক পা এগিয়ে তিন পা পেছাও
তবুও গন্ধে ভরাও গন্ধ ছড়াও ,
আলোতে কেন ধোয়ার ধুপ
বুকেতে চাইলেই তুমি একেবারে চুপ ?