কষ্ট যন্ত্রণা বেদন
চোখের জলে লেখা কাব্য
সব অরণ্যের রোদন
তবুও ভাববো তোমার হয়ে থাকবো।
হিমালয় আশা
গুড়ে বালি সব
বেদনার বাসা
মূল্যহীন অনুভব ।
যা দেখো তা ঠিক তাই নয়
ভেবোনা সেটাই আমার পরিচয়
সময়ের চাকায় ফুরাবে এই ধকল
সহজ চোখে বুঝবে আসল নকল ।
ভালবাসার নিত্য কারবার
দু:খ বেদনা সুখ হয়ে
ফিরে ফিরে আসে বারবার
আমার ভেতরে তোমার ;
ক্রোধ ক্ষোভে বড় ছোট মুখ
তবুও একটা দুর্বলতা
একটা অজানা বিন্দু
সব করে দেয় চুপ ।