মেটেনা জীবনের লেনাদেনা
তবুও চেনা মুখগুলো অচেনা ,
পেয়েছি শুধু হয়নি দেয়া
অসম তবু ভাসছে খেয়া ।


কার ইশারায়
ডুবে গেছি মাতাল নেশায় ,
কোন গোপন মায়ায়
বারে বারে চোখ ফিরে যায় ।


আমি যে দোটানায়
যাবো কোথায় ?
জলে না ডাঙ্গায়
মন জানে না মন কি চায়
শূন্যে ভাসি হাওয়ায়
জলে না ডাঙ্গায় ।।


দিতে গিয়ে  সোনার বাসর
দিয়েছি শুধু ব্যথার পাথর ,
কষ্টের সাথে করে দোসর
তুলেনি তবুও ভালবাসার নোঙর ।