যাও মেঘ আকাশ কে বলো
আমি আজ নেই যে ভাল
চোখটা খুব ধরেছে ঝাঁঝালো
সোনা রোদ চোখ ধাঁধালো,
একটু যদি ঝরত জল
ভিজত প্রিয়তমার শুকনো আঁচল।


যাও মেঘ চাঁদ কে বলো
আমি একদম নেই যে ভাল ,
চাঁদের আলো কেন হয় আঁধার
চোখের জল ফুরিয়ে উপায় নেই  কাঁদার
উপায় নেই  সুখপাখিটাকে ধরে রাখার
খুঁজে পাই না কিছুই তারে বাঁধার ;


   প্রিয়তমা আকাশে  উড়ি চলো
   লুকাবো একসাথে দু:খগুলো,  
   একটু যদি ঝরত জল
ভিজত প্রিয়তমার শুকনো আঁচল ।