দু:খের বুক জমিনে ভালবাসা পুড়িয়ে  
রাখেন জমিয়ে কলঙ্ক কালিমা কলুষ
আগামীর জন্য সোনা দানা অর্থকড়ি
কোন কিছু নয়  জমা করেন মানুষ।


আকাশের বুক জুড়ে ছড়িয়ে দেন
কষ্টের নীল আভা
অশ্রু ঝরে না চোখে ঝরে
উত্তপ্ত বেদনার লাভা ;


শস্যহীন বিরানভূমি বেদনার পোড়া চাষা
দু:খের আবাদে নিরঙ্কুশ
সোনাদানা হীরা জহরত কিছুই নয়
শুধু জমান মানুষ ;


সুখের চড়া মূল্যে কিনেছেন
দগদগে বেদনার বীজ,
কষ্ট বিলাসী কষ্টের ফেরিওয়ালা
দু:খের আরেক নাম হেলাল হাফিজ ।