বৃক্ষের বুকে পেরেক ঠুকলে
বেদনা ঢুকে যায়,
মনের বুকে পেরেক ঠুকলে
ক্ষত হয়ে নাড়ায় ।


পেরেকখানি তুলে নিলেও
বৃক্ষ দাগ তার আঁকে,
মনের বুকের পেরেক
তুললেও ক্ষতটুকু থাকে ।


শুদ্ধ হবার এই কারণ
দুঃখ বুকে করে ধারণ,
বৃক্ষের বুকে পেরেক
ঠুকে করে অন্বেষণ ।


ব্যথাটুকু বিঁধে
বুকে তার,
বেদনার হয়না
কোন আকার ।


দুঃখ বিনে পূর্ণ হয়না
প্রেম এ জগতে,
দুঃখ তারে নেয়
শুদ্ধ এক পথে ।


দুঃখ-ছাড়া হয়না
পূর্ণাংগ এ জীবন
তাই বলে করোনা
কেউ দুঃখের আয়োজন ।


দুঃখ সেতো সুখের পরই
শক্ত হয়ে থাকে ,
ডেকোনা কখনও তারে আগে
সুখের পরেই তারে এমনি এমনি পাবে ।


আওয়াজ দিয়ে দুঃখরে
করো না  উদয়,
সুখের পরই দুঃখ এসে
শুদ্ধ করে হৃদয় ।


বৃক্ষের বুকে পেরেক ঠুকে
দুঃখ হয় স্থাপন ,
পেরেকটারে তুলে নিলেও
দুঃখ যায় না খণ্ডন ।


দুঃখ বুকে দেয় ক্ষত
করে ছিন্নভিন্ন,
পেরেকটা তুলে ফেললেও
থাকে বেদনার চিহ্ন ।
(কবি হেলাল হাফিজ দ্বারা অনুপ্রাণিত )