বেদনার সাথে পরিণয়
কষ্ট বিলাসী বেদনার চাষী ,
নিভৃত পাথরের কি পরিচয়
শুধু কান্না ভেজা হৃদয় ।

কষ্টের পোড়া সওদাগর
বিদগ্ধ দহনে পুড়েছে ঘর;
কষ্টের করাল মেঘ বৃষ্টি ঝরাতে ব্যর্থ
চোখের শিশির হয়েছে বেদনার তীর্থ;


যাপিত জীবনের হৈ হুল্লোড়
ছিনিয়ে নিয়েছিল অন্ধ ঘোর
আচমকা সব পাবার উল্লাস
হয়েছে দু:খ দহন দীর্ঘশ্বাস;


কষ্ট ভরা এই মনোভার
ভরেছে আরো বারবার
মন খোলেনি আর
আঁধার আর আঁধার ;


পাথর চাপা কষ্ট জীবন
ক্রমে হারায় অজানা,
উড়তে গিয়ে ভেংগে ডানা
যন্ত্রণায় বিঁধে মন ।