ঘরের দুয়ার থাক বন্ধ
জমা থাকুক মনের আনন্দ ,
একলা বাজুক খুশির গীত
রোগে শোকে ক্রান্তিকালে ইদ |
সবার জন্য সবার মংগল
একের জন্য অন্যের ধকল
থামাতে এই মৃত্যুর মিছিল
চার দেয়ালে হও নির্ভরশীল ;
আজকের আনন্দ আগামীকালের শোক
এমন খুশি এমন আনন্দ দূর হোক
নিরাপদ জীবন সুখ সমৃদ্ধির বাহক
ইদ মুবারক ইদ মুবারক ইদ মুবারক|
ঘরে থাকুন ঘরে থাকুন
নিজের জন্য পরিবারের জন্য
ইদ ধন্য ইদ সুপ্রসন্ন
বাঁচার জন্য জীবনের জন্য
ইদ ধন্য ইদ সুপ্রসন্ন |