বসন্ত বাতাসে দোলে
এক আকাশের তলে,
এক ছাদের নিচে ঠাই
আহা মিলেছে সবাই ।
বন্ধন অটুট অহর্নিশ
এক আত্মা আমরা চব্বিশ ।


আমাদের সব হাত একহাতে
রেখেছি দেশপ্রেম বুকেতে গেঁথে,
আমাদের আভাতে কাটে অন্ধকার
আমাদের সুবাসে উবে যায় অসাড় ।
বন্ধন অটুট অহর্নিশ
এক আত্মা আমরা চব্বিশ


নিজ কর্মে দেশটারে খুঁজি
সদা সততা উৎকর্ষতাই পুঁজি,
আঁধারে জ্বালাও তোমার একটি কাঁঠি
ভরুক আলোয় আমাদের এই মাটি ,
বন্ধন অটুট অহর্নিশ
এক আত্মা আমরা চব্বিশ ।