বারে বারে এমন আঘাত
নীল বেদনায় পুড়ছে রাত,
চাঁদের কলঙ্কের একটু অজুহাতে
ভালবাসা নামে জোছনার জলপ্রপাতে।


বেদনা ঝরায় ভালবাসার বৃষ্টি
যাতনার প্রেম এত যে মিষ্টি,
কেঁদে কাঁদিয়ে বুঝি
শূন্য শূন্যতায় শুধু খুঁজি।


পুড়ছে মন একলা একা
ভীষণ গোপনে বিদগ্ধ ,
মনে হয় কতকাল হয় না দেখা
সব কিছু এক বিন্দুতে স্তব্ধ।


যে আমার জাগায় প্রাণ
গল গল রক্ত বের করা অপমান
হৃদয়ের রাঙ্গানো বুকে  দেবে না স্থান
পোড়ামন শুধু অস্থির আনচান।