আমি  ভেতরে বাহিরে সবটুকু পাই প্রিয়
তবু অনুভব ছুঁতে পারে না তুমি নিষ্ক্রিয়,
বাইরে থেকে ভাব-ভালোবাসা লুকোচুরি
ভেতরে নিবিড় সংযোগ আমরা নাটাই ঘুড়ি।


তোমাকে ভাবি  ছায়া একান্ত একটা ঘর
আহা কুসুম কোমল মায়া কাঁদায় দিনভর,
অভিমানের খেয়া বারে বারে বানায় পরিস্থিতি
বিরহ টুকুই ভালোবাসা জীবনের অপ্রিয় রীতি।


বেদনা গুলোর হয়েছে এমন সৌভাগ্য
তোমায় বানিয়েছে তার আপন কাব্য,
বারে বারে এমন করে প্রিয় সব ভুল
যন্ত্রণার চাদরে ঢেকে দিতে হয় মাশুল।


ভেতরে উত্তাল মিলন মোহনার ঢেউ
আঘাতে ক্ষত বিক্ষত  বুঝবে না কেউ,
তবু সদা চেয়ে থাকি অন্তরের অন্তরে
ফিরবে পরান পাখি নীল হৃদয় জুড়ে।