খুঁজে পাবেনা আপন নিন্দুকে
ভরা গোপন সিন্দুকে,
ভাঙ্গ  অনুভবের বন্দুকে
ভরো বুক থেকে বুকে ।


সবুজ বানায় মরুভূমি
বাঁচার জন্য যেমন জরুরী পানি,
ঠিক তেমন আমার তুমি
জানে জানুক লোকে প্রেমকাহিনী ।


পানিতে যেমন বাড়ে চারা,
এক বিন্দু তুমি ছাড়া,
সহসা হয় না ফেরা
আমি অধম গোবেচারা
তোমার ছোঁয়া সেরার সেরা ।


আগুনের অল্প আঁচে
যেমন গা বাঁচে ,
ভুলে যাই তেমন
কনকনে শীত বেমালুম
তুমি আমার হিম শীতল ওম ।