জীবনের ভয়ার্ত ডাক
হাতছানি মরণের খবর
দিন রাত এক হয়ে যাক
সবকিছু করে ধুসর ;


পাপ পুণ্যে সহে রহম
মিথ্যে দুনিয়াদারি সব অহম
ছড়িয়ে পড়ছে আগুন তবু মরেনা
বিষ অহর্নিশ বন্ধ দম ;


নতজানু সভ্যতা নতজানু
দাপট শ্বাপদসংকুল
এই দূরহ লীলা তার যিনি
বিরাজমান নানারূপে অতুল;


পাপে অনাচারে ডুবে পাপিষ্ঠ
হয়েছি কভু জানি তবু
তোমার অসীমতায় তোমার ক্ষমায়
কৃপা করো প্রভু ;


তবুও বেচেঁ থাকি
ভীষণ একাকী
নি:সঙ্গতা সময়ের
প্রয়োজন খুব জরুরী


একলা চাওয়া একলা পাওয়া
কেউ নেই পাশে
অসহায় দুটি চোখ চেয়ে
থাকে ঐ আকাশে |


আকাশের উপর আকাশে
ঐ গাঢ় মেঘের গভীরে
ঈশ্বর আছেন তিনি জানেন
তিনি থাকেন শরীরে অশরীরে |