ভাল লাগা গুলো তুলে রাখো
ভিতরে সবটুকুন আঁক,
স্পষ্ট গাঢ় রঙের দাগ হয়ে থাকো
যদি ডাকো সেভাবেই ডাকো ।


হাঁক দিয়ে যাও তামাম প্রেম-সুধা
তাতে যেন ধরা হয় দ্বিধা ,
সাগরের বুকে  ফুঁসে উঠে জল
ছুটে চলে সব অস্থাবর অচল ,
যদি ডাকো সেভাবেই ডাকো
আহবানে যেন ছুটে লাখো লাখো ।


ইট পাথর কংক্রিটের নয় দম্ভ
এতে শুধু পোক্ত প্রেমের স্তম্ভ,
যদি ডাকো সেভাবেই ডাকো
সাগর থেকে সাগরে যেন  গড়ে সাঁকো,


ডাক দিয়ে  তুলো উত্তাল ঢেউ
অপ্রাপ্তিতে যেন ফেরে না কেউ ,
প্রাণপণ ডাকে বাঁচে তাই
চাতক পাখি হয়ে বৃষ্টি পাই  ।


আহা পাখি এমন ডাক
অধীর কোয়াক কোয়াক ,
ডাক দিয়ে  চিরবিরহী
উতলা ডাহুকের বুকে ডাহুকী ,


যদি ডাকো এভাবেই ডাকো
জোরদার প্রেম হয়েই থাকো ।