কেন তুমি এত পাষণ্ড
আমায় ছেড়ে আরেক ভূখণ্ড,
একই বাতাসে নিঃশ্বাস নিতাম সত্যি
যোগাযোগ ছিল না তাতে কী।


একই সাথে বৃষ্টি চাইতাম
একই সূর্যের রোদ পেতাম,
আহা ! যোগাযোগ নাই তো কি
কিছুই নাই ?
আছে সবজুড়ে সবটুকু পুরোটাই ।


যোগাযোগ না থাকা মানে বন্ধন শক্ত
যোগাযোগ না থাকাই প্রবল প্রেমের আসক্ত,
কেটে ফেললেই ভাঙ্গা হয়না
শেষ চাইলে তা এক রয় না ।


আমাদের যৌথ খামার আজো আবাদী
সুখের খামারে একলা একা কাঁদি,
যোগাযোগ নাই মানে সব আছে
সারাক্ষণ নিঃশ্বাসের খুব কাছে ।


(উৎসর্গ- সেই পাখি যে  উড়ে যাবে, আহা পাখি তোমার মায়ায় অতীত কে ডাকি)