একলা একা নিভৃত রাতে,
কেমনে তুমি কল্পনাতে
তোমার ভিতরে আমায় নামাতে
চোখ বুজে ব্যাকুল কামনাতে ।


যেন চোখ বেঁধে
আমায় নিয়ে যাও,
কেমনে তুমি কোন জাদুতে
আমায় সবটুকুতে পাও ।

একসাথে কম্পন অন্তরে
কোন অচেনা প্রান্তরে ,
কেমনে আমার মনের ভিতর
বিছিয়েছো সুগন্ধি চাদর ,


কেমন করে আমায়
তুমি সবটুকু মনে আঁক,
মন বলে মম ভিতরের
সব দেখে দেখে ডাক ।


অবিকল পুরোটাই আঁকছ
একই রকম সবটাই রাখছো,
কেমনে তুমি মনের মাঝে সহো,
দুজনায় একই স্রোতের প্রবাহ ।


কেমনে আমায় অনুভব করো হুবহু
মনের বনে তনুমনে
তোমায় করছো দাহ
দিচ্ছে তা আমায় প্রদাহ ।


( যাকে আমি এভাবেই নিজের ভিতরে এনে আকি, ডাকি, রাখি আর উত্তাপে দাহ হয়ে সুগন্ধি চাদরে তার গন্ধ ভরে রাখি )