১)


বৃক্ষ হয়ে জন্ম জাতহীন
বৃক্ষ হয়ে বাড়ে অচিন,
বাজে নানা ভাষার সুর
এক হাতে সবহাত গড়ে কুয়ালালামপুর ।


এক জাতের বীজ করে বপন
এক রকম তাই মনে লাগে এমন,
নাই উঁচু নাই নিচু বামন
নানা রঙের মানুষ যেমন ।


এক জাতিসত্ত্বায় অনাবিল
মালয় চাইনিজ তামিল,
উঁচু নিচু সুরম্য
উঠছেই আর উঠছেই আকাশচুম্বী অদম্য ।


ভিন্ন ছবি ভিন্ন অট্রালিকা দেখে বিশ্ব
একের সাথে অন্যের নাই সাদৃশ্য,
উড়ে উড়ে এইতো কাটছে আওয়ার
মন ভোলায় পেট্রোনাস টুইন টাওয়ার ।


মিলনের সাঁকো বাড়ে সুদূর
আহা মনে থাকুক মেগাসিটি কুয়ালালামপুর ।



    ২)


পুত্রজায়া


প্রশাসনিক রাজধানী
পুত্রজায়া সুশাসনের হাতছানি,
ঘুরিয়া ঘুরিয়া উড়িয়া উড়িয়া
নয়ন জুড়ায় মালয়েশিয়া ।


অদ্ভুত আপ্লুত চোখে দেখা
নানারূপে অট্রালিকা আঁকা,
কল্পনা মায়া আর ছায়া
মেগাশহর পুত্রজায়া ।


৩)


  গ্যান্টিং হাইল্যান্ড


জনমানবহীন ফাকা শূন্য
পাহাড় পর্বতে অনন্য,
মনেতে আনচান উড়ে মনফড়িং
কেবল কারেতে নয়ন জুড়ায় গ্যান্টিং ।


  (২৭ মার্চ , কুয়ালালামপুর, মালয়েশিয়া)