পরম জল পিপাসায়
শুকিয়ে হৃদয় অংগন ,
মেঘের মৌনতায় ডুবে
গেলে হয়না অবগাহন ।


যে  নাবিক দিয়েছিল নাব্য
জলের প্রলয়ে আজ  অচল
শূন্য বুক জলটলমল জলটলমল
লোনাজলে ব্যথার মহাকাব্য।


জলের আবেগে
ধু ধু জল জলটলমল
শংখনিনাদ ডাকে
নি:সঙ্গ নাবিকের বুকে ,


এই অরব অন্ধকার
ঐ নির্জন চাঁদ
যেন মায়াহীন নিষ্ঠুর
এক জোছনার বিজন বিষাদ ।


নৈ :শব্দের ফোটা
দূরের ঘনিষ্ঠ আকাশে  
একলা পাখি বুকের ছাদে  
নৈ :শব্দ গোপন বিষাদে,


সোনালী শব্দেরা বুকের
তিমিরে কষ্টের দাগ
সইছেনা আর অনুভুতিগুলো
নিভৃতে নিরবে নির্বাক ,


এক গ্লাস বিষের মত
দগদগে প্রেমের করাল স্বাদ
জিভে লাগেনা তেতো
শস্যবিহীন বিপন্ন ধূসর আবাদ ।


(শাপাই)