বিধাতা থাকেন ঘরে ঘরে
মায়ের রূপে বিরাজ করে,
মায়ের মমতা কঠিন নিচ্ছিদ্র
মা-বিহীন প্রতিদিন হত দরিদ্র।


স্বর্গীয় ভালোবাসা কমে না ক্রমেই বাড়ে
এমন করে ভালোবাসতে আর কে'বা পারে,
বিশুদ্ধ ভালোবাসা অসীম নিরন্তর
মা মানেই মমতায় গড়া শীতল ঘর।


পৃৃথিবীর সব পথ বন্ধ
সন্তান যখন নি:স্ব অসহায়,
মায়ের চোখ তখন ভীষণ অন্ধ
দুয়ার খোলা সদা দিতে ঠাঁই।


স্বার্থের লেনদেন ছুঁড়ে এগিয়ে আসেন
সব অসুখের যিনি উপশম,
সেই ভালোবাসার হয় না কোন ভ্রম
মায়ের ভালোবাসার নাই ব্যতিক্রম।


মায়ের মায়া বুকের ছায়া
কখনো হয় না অক্ষম,
স্থান কাল পাত্র মা একমাত্র
ভালোবাসার সর্বাগ্রে সর্বোত্তম।