মানচিত্রের প্রতিটি বিন্দু
কষ্টের অসীম সিন্ধু ।
এ নির্যাতন নির্মম অত্যাচার
মানচিত্রের অংশ এর সবটুকু হাহাকার ।


নিভু নিভু জ্বলে ক্ষীয়মাণ ল্যাম্প
বিষণ্ণ আকাশ ভারী বাতাস
সাক্ষী এই কনসেন্ট্রেশন ক্যাম্প ।


দেশপ্রেমের অবয়ব  আয়না
প্রতিচ্ছবি তোমরা যার তুলনা হয়না ।
শুধু রক্ত দিয়েই যায় কেনা
এমন দেশপ্রেম ভিন্ন অচেনা ।


অসীম সাহসে বুকের ভিতরে
  অগ্নি জ্বলে আর পুড়ে
সব হয় ছাই ভস্ম ধ্বংস ,
এক উদ্দীপ্ত ছন্দ
সবটুকু মানচিত্রের অংশ
আহা দেশপ্রেমেতে অন্ধ ।


দেশের তরে জীবনদান
বীরেরা চিরজীবি অম্লান ।
মানচিত্রের অংশ তোমার বধ্যভূমি
আজো জীবন্ত  বীর পুলিশ তুমি ।


(একজন বীর শহীদ আকরাম হোসেন, ১৯৭১ এর মার্চে চট্রগ্রাম পুলিশ লাইন্সের আর আই ছিলেন, তার দেশপ্রেম , আত্মত্যাগ ও জীবন উৎসর্গ  পুলিশ বাহিনীকে গর্বিত করেছে, জাতি তাঁর এই আত্মত্যাগ কে স্মরন রাখবে )