এক আকাশ এক বাতাস
এক নদী আঁকাবাঁকা,
এক বৃক্ষ  দুই পক্ষ ,
ভাগ করে আকাশ দেখা ।


এই মাটি ভীষণ খাটি
সোঁদা গন্ধ ফুড়াবেনা,
এক শিকড় বুকের ভিতর ,
ধর্মে তা ছূটবেনা ।


ঘরের ভিতর ভিনদেশ
আটকালে যে বেজায় ,
ধর্ম দিয়ে কাটলে শিকড়
মরে না তা গজায় ।


ভূখণ্ড খণ্ড করে
ধর্মের অন্ধত্ব,
ভাঙ্গন শুধুই বাড়ায়
বন্ধনের বন্ধ্যত্ব ।


তাজা শিকড় কেটে
বাঁধলে আঁটি,
কেমনে বাঁচে তা
না পেলে মাটি ।


(‘মাটি’- দুই বাংলার সম্পর্কের বন্ধনের বন্ধ্যত্ব কে সরিয়ে দেয়ার মুভি, মন ছুঁয়ে গেল  )