সবুজ হৃদয় অরণ্যে আশ্রয়
মাথার উপর ছায়া,
ছায়াদের গভীরতা বিজন ব্যথা
ভীষণ এক মায়া।


মায়া জোছনা ভালোবেসো না
অসহ্য ছায়ার অন্ধকার
মোহে আচ্ছন্ন শুধু তোমার জন্য
পথ নেই ফিরবার।


জেনে রাখো অন্ধকার
আলোর অপর অংশ
তবুও চেয়ে দেখো
একে অন্যকে করে ধ্বংস।


অবুঝ মন আপন ভুবন
একটু খুঁজে দেখ,
আলোর মাঝে আঁধার
আসলে তারা  এক,


মায়া জোছনা সুখের  দ্যোতনা
ফোটে তারায় তারায়
মন যে হারায় ঘরে থাকা দায়
মায়া জোছনার ব্যাকুল ইশারায়।


মায়া জোছনা ঘরে থাকবো না
এসো হাতখানি ধরো,
আবেগী রাত এক ফালি চাঁদ
অনুভবে হচ্ছে বড়ো।