জোর করে মন বাঁধে
পাখির বুক ফাঁটে,
তীর বিঁধে ডানা কাটে
পাখিটা সারাদিন কাঁদে |


তালা দিয়ে আটকে রাখা যায় শরীর
যায় না আটকান মন
জোর করে যদি বাঁধা যেত বাঁধন
তবে হতনা প্রেমের নীড়;


দৃষ্টি বাঁধা যায়
যায়না বাঁধা কল্পনা
বস্তুতে নাইবা পাই
অন্তরে পাবো সান্ত্বনা;


তাই যদি হত পৃথিবীতে এত  
অমর কি হতো
অসামান্য  বৃহৎ অথবা সামান্য অল্প
মহৎ প্রেমময় গল্প |