বোধে আসে না মন
বোধের কি হইল মরণ?
হয়না হুঁশিয়ার হুঁশ
সংখ্যা বাড়ে নিরঙ্কুশ ।


জীবন শুধু  বয়ে চলে
পাওনা টুকু নিতে বলে ,
তবুও হয় না রে বোধ
কিছু না পেয়েও শোধ ।


বোধের উপর বিরাজ
করে  ক্রোধ
তার সাথে লড়াই
মধুর প্রতিশোধ ,


বোধের হইলে সুমতি
মনের মোহর বিচ্যুতি ,
তাতেই দিশা তাতেই বোধ
মেঘের দিন ফুড়িয়ে রোদ ।