নারী যখন আমি নি:শেষ
তখন তুমি আমার শুরু
জীবন পরিবর্তনের আবেশ
বিরান মরুতে সবুজ তরু ;


যখন আমি ভীষণ একাকী
অযতন বঞ্চনা খুব বিষাদী
হাসি দিয়ে তখন তুমি এসেছিলে
আবার জীবন শুরু করিয়ে দিলে ;


যখন আমি ছিলাম পড়ে
তুমিই তুলেছ আমায় ধরে
হয়ত কখনও আসবে না আর
বৃষ্টিহীনতা আর দু:খের পাহাড় ;


নারী ওগো সুন্দরী নারী
হাত ধরে জীবন পাড়ি।


তখন কেউ ছিলনা বেদনায়
ভালবাসা হয়ে খুলেছিলে দ্বার
যখন আমায় ডুবে রেখেছিল
নি:সংগতা শূন্যতার হাহাকার।


আমি বিশ্বাস করছি এখন
অনুসরণ করে যাব তোমার পিছু
তুমি বলেছ যখন -
আমি আর আমার ভালবাসা দশ ফুট উঁচু
আহা বিশ্বাসী প্রেমের এমন আখ্যা
নেই কোন প্রয়োজন এর ব্যাখ্যা।


Inspired by Lady of Lionel Richie