বুকের ভেতর সমুদ্রের ঝড়
ভেঙ্গে দিলো যত্নের বাসর
সাধ্যের বাইরে অসাধ্য চেষ্টা
একটুখানি মেটে যদি তেষ্টা ;


অন্ধকারের বন্ধ ঘরে
এক বিন্দু আলো
ধন্য তাতে জীবন
তাতেই হত  জমকাল ;


হৃদয় গভীর শক্তি
টুকুও ধরতে অক্ষম
একে একে ফুরিয়ে
যায় অস্তিত্বের মোম ;

এখনি শেষ একটু
মোম কে দিবে
আশা টুকু উবে গেল
শেষ টুকু গেল নিভে  ;


হৃদয় ভূমিতে আমি
এক পোড়া চাষা
খুঁড়ে খুঁড়ে পেয়েছি
নীল বেদনার মাতৃভাষা |