ভেতরের মানুষ
হঠাৎ হারিয়ে
যদি মানুষ থেকে
অমানুষ থাকে দাঁড়িয়ে,

মনরে মন বলি শোন
শুদ্ধ যদি না করো একটু করে
তফাৎ কি তবে
অমানুষ আর নেড়ি কুকুরে ?

অন্তর শুকিয়ে সব একঘেয়ে
ভুলেরা স্বীকার করে  মন দিয়ে
হাত দুটি জোড় করে
বলছে মিনতি ভরে ,

আপন ব্যথার আগুনে
পুড়িয়ে দুজনার সব
ছড়িয়ে ছিটিয়ে বেদনা মন ভেঙ্গে
ক্ষমাটুকু যদি হত  সম্ভব !

বাড়ে বাড়ে করা দু:সহ আঘাত
তবুও হাত এসে ধরেছে  হাতে
আসবেই বারেবারে পারবেনা হারাতে
ফিরে আসবেই অভিমান ভাঙাতে ,

মনেতে থাকে যদি কলুষ অহংকার
করুণা ক্ষমায় অর্ঘ্য প্রার্থনা বারবার ,
কর জোড় করে
সব মিনতি ভরে ,

ছুঁড়ে দিলাম আদ্যপ্রান্ত
কালো শব্দে আঘাতের অভিধান
আবার চাই বুকে স্থান
ভুলে ক্ষত মান অভিমান ।

(শাপাই)