নূপুর বাজে তোমার পায়ে
ঝনাৎ ঝনাৎ ঝন
সবুজ পাতায় ফুল ফুটেছে
লাল রঙের বুনন ।


তরী  তবুও আনবো  বেঁয়ে
কল্পলোকের  মনন,
রাণী সম্রাজ্ঞী  তোমার
অষ্টপ্রহর সুখের স্বপন।


জান  তুমি  প্রাণের
সেটাই ভীষণ বুঝি
হাতে হাত রেখে  নিঃশব্দে
সারা জনম খুঁজি ।


সোনার কাঁকন কেন মিছে
নিজের ভিতর জাগে কি’সে
আবোল তাবোল জাগছে পিছে
জারুল পারুল কৃষ্ণচূড়ায় সে’যে ,


হাতছানিতে  শক্ত বুনন
নতুন আভার গাঢ় উদ্গীরন ,
রাঙ্গা সকালে জ্বলল আগুন
নারী তোমায় দিলেম এ ফাগুন ।