সে যে আমার মনেতে
জলের মত ঝরে,
এ যে বর্ষার চেয়েও বড়ো,
ও বৃষ্টি একটুখানি ঝরো ।


মন বলছে মনেতে
প্রতীক্ষায় দাঁড়িয়ে
রাত নিশিতে নিঝুম বনে
হাত বাড়িয়ে,
ও বৃষ্টি একটুখানি ঝরো ।


মন যেন কি কইবে
তার সাথে কি রইবে ?
সেই মানুষের বায়না
ও বৃষ্টি একটুখানি ঝরোনা  ।


তারে একটু পেতে
আয় না ঝেঁপে ঝেঁপে
কী যে দেয় তাড়না
ও বৃষ্টি একটু করে ঝরোনা ।