ভালবাসার ক্ষতে ঘা
জমে অবিশ্বাসের পুঁজ,
নষ্ট ফুলেরা ছলে
ছুঁয়ে বুকের গম্বুজ ,


অসময়ে বুকে বিঁধে
দু:সহ যন্ত্রণার বিষকাঁটা  
আঁকড়ে থাকতে বারংবার
ঢেলে আস্থার আঠা।


রাতের নি:সঙ্গ তারা
চেয়ে দেখে আমায়
একসাথে দুজন জেগে
জেগে নি:শব্দ জমায় ,


কত অনিদ্র রজনী দহন
বিশ্রামহীন স্নায়ুতে  বহন ,
রাতের তারা আমায় বোঝে
গভীর নিবিড়ে আমায়  খুঁজে ,


যেমন বোঝেনা আলো আঁধার সাদা কালোকে
তেমনি আমায় বুঝবেনা ,
যেমন বোঝেনা সবুজ বৃক্ষ বিরান হৃদয়ভূমি
তেমনি বোঝনি বুঝবেনা তুমি ।


কোনটি এক হয়ে দুজনাতে একবিন্দুতে মিশে ?
তেল জল এক নয় শুধুই জলে ভাসে  ,
কোনটা অপরিহার্য কোনটি প্রয়োজন
না জানলে  অদ্রবীভুত প্রেমের রসায়ন ।