কাটাতে চাও তুমি কারে
অপ্রেম তুমি মানছ যারে,
কাটলেই তা ভীষণ বাড়ে
ফিরে এসে বেশি বেশি নাড়ে ।


যদি ভাব হারিয়ে যাব
কেটে দিয়ে সব মোহ
থাকবেনা আবহ
পাবে শুধুই বিরহ ।


কাটলে মরে না
পুড়িয়ে দিলেও জ্বলেনা ,
পাবে শুধু ছাই ভস্ম
তাতে জন্মায় রাই দানা শস্য ।


নিজেকে নিজের নিগ্রহ
চোখ বুজে সব সহো
একা আঁচ দেয় অচেনা কলহ
বুকে জ্বালাও কষ্ট দুঃসহ ।


এভাবেই শুধু বাড়বে
ছেঁদের অনলে পুড়বে
তবুও ফুরাবেনা বিচ্ছেদের লেনদেন
বুঝি ঐটুকুই অনিবার্য অক্সিজেন ।


বিচ্ছেদে ছিড়েনা বাঁধন
দূরত্ব স্মৃতি জাগানিয়া দহন ,
অনলে ঝরে তরল সারাক্ষণ
শুধুই কাঁদে মন ।


যতই আসুক বিগ্রহ
মনেতে মনেতে দ্রোহ
তবুও শেষ হয়না কেন
এই অনিবার্য শস্যদানা আর অক্সিজেন ।