আমিও নষ্ট তোমার মত
আমারও আছে পাপ
বোধের যন্ত্রণার অনুতাপ
আঘাত করে অবিরত ।


ভাল সাজার আবরন
মেখে আমি সাবলীল
আমার নেই বাহিরের
সাথে অন্তরের মিল ।


আমারো আছে সর্ব দোষ
বাইরে সুন্দরের মুখোশ
ভালত্বের খোলসে  ঢাকা
ভেতরে যে একবারে ফাঁকা।


নষ্ট আবেগ হারিয়ে বিবেক
করেনা দংশন অন্তরালে অন্য মন
নিজের প্রতি ঘৃণা
বিবেকের সাথে নাই লেনাদেনা ।

বাহিরে অমল অনুপম সুন্দর
আহা ভালোবাসার প্রতীক
আসলেই কি তোমার অন্তর
বাহিরের মত মানবিক ।


(অপ্রথাগত ও খ্যাতিমান সংগীত শিল্পী সায়ান দ্বারা অনুপ্রাণিত)