বাহির নয় অন্তর পড়ো
অসির চেয়ে মসি বড় ,
তাতেই চলা তাতেই বাঁচা
নীরবে কেন নিজকে সাজা ।


নীরবে কষ্ট সহো
যেন আগুন গরম তীব্রদাহ,
কেন এই দুঃসহ প্রবাহ
বাহির নয় ভিতরে বহো ।


চিৎকারে সবাই শোনে
চিৎকারে ব্যাথা ঢুকে মনে ,
বাহিরের কষ্টে বুক ফাটে
ভিতরের কষ্টে অন্তর্যামীর বুকে দাগ কাটে ।


(কানিজ স্যার কে উৎসর্গকৃত)