হাত রেখে হাতে
দুচোখ যেদিকে যায়
ভেসে যাবো খরস্রোতে
জানিনা কোথায় ঠাঁই।


  কেউ কি  জানতো
অবোধ আর শান্ত
যেন অস্থির প্রাণবন্ত
ময়না তারে ছাড়া যে হয়না ,


ভাবনার শুরু ভাবনার শেষ
চেতনাতে জ্বলে স্নিগ্ধ আবেশ।
বুকের বুননে প্রশান্তির ঘর
অনুভব বাস করে পরস্পর।


চাইলে জীবন সরল সোজা
সহজেই সব যায় বোঝা,
না চাইলে তবে কঠিন
জটিল চক্রে রাত দিন ।