এ কেমন খেলা
সারাদিন সারা-বেলা ,
অসাড় হয়ে পড়ে
চরম ও পরম তোমার সবটুকু ভর করে  ।


নিঃশ্বাসে চলাচল শ্বাসটুকু অন্তিম
বেদনায় উদিত সূর্য রক্তিম
ব্যথাতেই ছুঁয়ে যায়
ব্যথাতেই প্রেম অসীম ।


তুমি বিনে
থাকেনা মন এ জগতে ,
তুমি বিনে
ফুটেনা ফুল বসন্তে ।


তুমি বিহীন বিধে ব্যথা
নেই কোন দ্বিধা
মিটে মনের ক্ষুধা
সে যে মনের অমৃত-সুধা ।


চোখে বুকে মগজে
কে দেয় যাতনা,
সারাক্ষণ বিরাজ করে একজন
দেহে মনের বাসনা ।


জেগে উঠায় প্রেম যমুনা ,
এযে পরম প্রেম বেদনা
মন বলে ডুবে থাকো গভীর অতলে
নেভাতে যাতনা  যমুনার জলে  ।

ব্যথা ঝরে লেখায় লেখায় ভরে খাতা
গাছের ক্ষত ঝরায় শুকনো পাতা,
সারাক্ষণ দিচ্ছে নাড়াচাড়া মনজুড়ে সেথা
এযে আমার পরম প্রেম ব্যথা ।