১)


পাহাড় সাগর আর নদীর সখ্য এত
সাগরের বুকেতে দীর্ঘ সেতু ,
আহা একি রাঢ়াং
স্তম্ভিত করে পেনাং ।


মেঘ ছুলো ঐ
পাহাড়ে রেলেতে হইচই ,
সুরম্য সাজানো বাড়িঘর
পাদদেশে অলীক এক নগর ।


একে অন্যের আদরে
মিশে আছে পাঁজরে
পাহাড় নদী সাগরে
সাঁকো গড়ে সুদূরে ।


পাহাড়ের বুক চিরে
উঁচুতে রেল উড়ে ,
ভয়ে মাথা ঝিমঝিম
তাকালেই শরীর হয় হিম ।


নানান রঙের সঙ
সাজিয়ে অঙ্গের ঢঙ,
পথিক গিয়ে আবার দাঁড়ান
আহা আপ্লুত নগর পেনাং ।


(২৫ মার্চ ,পেনাং )


   ২)


  মালাক্কা


পাম গাছের বাহারে
আঁকাবাঁকা দুরের পাহাড়ে,
হাজার বছর জীবনানন্দ খুঁজে অন্ধকার
উত্তাল ঢেউ মালয় সাগর পাড় ,
দূরে জাগে শাখা প্রশাখা
পুর্তগীজ নোঙরে মালাক্কা ।