বেঁচে থাকি নিজেকে দিয়ে ফাঁকি
অসময়ে রাত হয়  ভরাডুবি পরাজয়
দুরারোগ্য  অসুখ ভাঙ্গলো যে বুক ;


জরিয়ে থাকা মিথ্যার আঁচল
ছুঁলেই  রং বদল
চোখের কোণে অশ্রু কাজল
বুঝতে দেয় না আসল নকল ;


জানি সেই সব দিনগুলি
ধোঁকা আর মিছে ছিল,
সবটুকু অপ্রেম চোখে তার
বোঝেনি অসুখ ছিল নির্বিকার ;


পিটুইটারির খেলা ভেবে  ছলা কলা
ভাবি প্রেম তারে যে মনের অন্তরায়
মন মরে বুক ভাঙ্গে তীব্র যন্ত্রণায় |