বুঁদ করে প্রেম জাদু
মহুয়া মাতাল নেশা ,
ভুলবে কেমনে ফুলের মধু
প্রজাপতি ভেবে হারায় দিশা ;
পারবেনা মন দিতে ফাঁকি
সব দুয়ার যে বন্ধ;
ঐ চোখে তাকিয়ে
এই চোখ যে অন্ধ ;
সময় একান্তই দুজনের
নয় একটুও হেরফের
একে অন্যের দ্বার খুলে
অগ্নিশিখার মত উঠে জ্বলে;
পালিয়ে যেওনা প্রিয়
ছুঁ'তে দাও নইতো পস্তাবে
কে জানে আবার কবে
এমন মধুর সময় আসবে?
হারিয়ে গিয়ে বাহুর আবেগে
বাসনার অবুঝ নতি স্বীকার
আস্তে আস্তে উঠে জেগে
তীরে আছড়ে পরে বারবার;
দূরত্ব সরিয়ে দিয়ে দূরে
দুজন দুজনার সব জুড়ে,
জাদুর নেশায় কাটছে না ঘোর
সুনীল রাত কেন হয় ভোর |