ঢাক ঝাঁঝর ঢোলে
শরতের কাশফুল দোলে,
অরুণ আলো শান্তির বারতা
মুছে দেয় অসাড় জড়তা ।


সবুজ ঘাস চিকচিক বালি
বুনোহাঁস সারস শঙ্খচিল মুনিয়া পাখি ,
পরান নদীর তীরে কাশবনে
ডুবে থাকি অথৈ প্রেমের গুঞ্জরণে ।


সারসের শুভ্র ডানা আকাশের নীলিমা
মানেনা পরিসীমা দূর দিগন্তে ঠিকানা,
সেখানেই হারিয়ে যাই
কাশফুলের স্পর্শ পাই ।


আকাশে আবীর লালিমা
ধুয়ে মনের কালিমা,
স্নেহ শান্ত নক্ষত্রের রাত
আনে আলোময় শরতের প্রভাত।